পায়ে পানি আসার কারণ
দুই পা ফুলে যাওয়া বা পায়ে পানি আসা খুবই মারাত্মক রোগের লক্ষণ। এরকম লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। শরীরের বিভিন্ন প্রয়োজনীয় অঙ্গের যেমন হৃদযন্ত্র, লিভার, কিডনি, খাদ্যনালির কাজের ব্যাঘাত ঘটলে পায়েও শরীরে পানি আসে। শরীরে ও পায়ে পানি আসার কয়েকটি কারণ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো- হৃৎপিণ্ডের সমস্যা : হৃদযন্ত্রের কার্যকারিতা কমে গেলে, উচ্চরক্তচাপ, হার্টের রক্ত চলাচলের ব্যাঘাত (IHD), হৃদযন্ত্রের বাল্বের সমস্যা হলে হার্টের মাংসপেশির কার্যকারিতা কমে যায়। ফলে পায়ে, পেটে, বুকে পানি আসে। এসব...
Posted Under : Health Tips
Viewed#: 1281
আরও দেখুন.

